নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উদ্ধারের পর একটি নীলগাই জবাই করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল। এটি অসুস্থ থাকায় জবাই করে দিয়েছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান জানান, নীলগাইটি এলাকায় ঘোরাফেরা করছিল। কয়েকজন দেখার পর নীলগাইটিকে আটক করে। এটি নাকি অসুস্থ ছিল। তাই এলাকার মানুষ জবাই দিয়ে চেয়ারম্যানকে খবর দিয়েছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নঈন কবির স্টীভ বলেন, নীলগাইটি জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি অসুস্থ ছিল। বন বিভাগের লোক সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।
Leave a Reply