আকতার হোসেন বকুল, জয়পুরহাট
”সুস্বাস্থ্যের মুলনীতি নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া গ্রামে গ্রীষ্মকালীন তরমুজ চাষ প্রদর্শনীর মাঠ দিবস-২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভুটিয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের বাড়ির উঠানে মাঠ দিবসটি জাকস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রান্তিক কৃষক রহমানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন শাহিন।
তরমুজের গুণাগুন ও সহজ উপায়ে বিদেশী জাতের তরমুজ চাষ পদ্বতি বিষয়ে কৃষকদের উদ্যেসে বিষদ আলোচনা করেন এ কর্মকর্তা। পি,কে,এস,এফের অর্থায়নে জাকস ফাউন্ডেশন এ কার্যক্রম পরিচালনা করেন বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুর আলী, সহ-কৃষি কর্মকর্তা নূরে আলম এলাকার কৃষক আফজাল হোসেন, নবীর হোসেন, জাইদুল ইসলাম, আসাদুল ইসলাম ও মেহেদী হাসান।
Leave a Reply