অনলাইন ডেস্ক:
যে জার্সি পরে ‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, সেটা বিক্রি হলো রেকর্ড দামে। সর্বকালের সর্বোচ্চ দামী জার্সি এটি, যা ম্যাচে পরা হয়েছিল। নিলামে দ্য লেক কোক স্পোর্তিফ জার্সিটি ৮৯ লাখ ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৭৭ কোটি ৪৪ লাখ টাকা। ২০১৯ সালে বেব রুদ ইয়াঙ্কিসের গড়া রেকর্ড ভেঙে দিয়েছে এটি।
২২ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল করেছিলেন ম্যারাডোনা। দুই দেশের মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধের চার বছর পর এই ম্যাচে ছিল চাপা উত্তেজনা। প্রথম গোলটি আর্জেন্টাইন গ্রেট করেন হেড করে, কিন্তু রেফারির অগোচরে হাত দিয়ে বল ঠেলে দেন জালে।
Leave a Reply