অনলাইন ডেস্ক:
বহুমাত্রিক লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের নথি) হাইকোর্টে পৌঁছেছে।
রবিবার হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এ সংক্রান্ত নথি পৌঁছায় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শাখার কর্মকর্তারা। হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার শেষে গত ১৩ এপ্রিল ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন এক রায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন, আনোয়ারুল আলম ওরফে ভাগনে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু এবং সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ। আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ারুল আলম কারাগারে। পলাতকদের বিরুদ্ধে ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারার বিধান অনুযায়ী বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ডের রায় হলে সেটি কার্যকরে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। কারাগারে থাকা আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিলের সুযোগ পান। তবে, পলাতকদের ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানির জন্য আসলেও তারা আপিলের সুযোগ পান না। মামলার পেপারবুক (রায়সহ যাবতীয় নথি) প্রস্তুত সাপেক্ষে এটি সংশ্লিষ্ট এখতিয়ার সম্পন্ন বেঞ্চে শুনানির জন্য আসে।
Leave a Reply