নিউজ ডেস্ক:
মানিকগঞ্জ এর পুটাইল গ্রামের শাইজুদ্দিন হত্যা মামলায় তার ছোট ভাই ছাহের উদ্দিনকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা আরও দুইজনকে ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় দেন।
মামলা বিবরণে জানা গেছে, পুটাইল গ্রামে ৬৫ শতাংশ জমি নিয়ে নিজ ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শাইজুদ্দিনের। ২০১৩ সালের ১২জুন সকালে ওই জমিতে কাজ শেষে শাইজুদ্দিন বাড়িতে আসার সময় নিজ ভাই দলিল উদ্দিনের সাথে কথা কাটাকাটি লাগে। এ সময় ছাহের উদ্দিন বাড়ি থেকে বল্লাম নিয়ে ছোট ভাই শাইজু্দ্দিনকে আক্রমণ করেন। এতে শাইজুদ্দিনকে বল্লাম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই শাইজুদ্দিনের মৃত্যু হয়।
এ সময় ছাহের উদ্দিন, জলিল উদ্দিন পালিয়ে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ওইদিন সন্ধ্যায় নিহতের ছেলে মো: আশিম আলী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
Leave a Reply