কাজী তানভিরুল ইসলাম রিগ্যান, জয়পুরহাট
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা চালকল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনু্ষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল আজিজ আকন্দ ও সাধারণ সম্পাদক পদে হুমায়ন কবির তালুকদার নির্বাচিত হয়েছেন।
গত সোমবার দুপুরে পাঁচশিরা বাজারে ফিরোজা অটো রাইস মিলে আব্দুল বারিকের সভাপতিত্বে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ১৮৮ জন ভোটারের ভোট নেয়া হয়। রাত সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আমিনুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে মো. আব্দুল আজিজ আকন্দ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আব্দুল বারিক ৭৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ন কবির তালুকদার ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বদ্বী মো. গোলাম মস্তফা ৮০ ভোট পান।
Leave a Reply