নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে অভিযান চালিয়ে ২৫.৪৪ মেট্রিক টন ভিজিএফ ও ভিজিডির চালসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা আল ইসরাইল জুবেলকে আটক করেছে র্যাব। শনিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত জুবেল গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আক্কেলপুর এম.আর ডিগ্রী কলেজের প্রভাষক।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানায়, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের আওয়ামীলীগ নেতা জুবেলের নিজ গোডাউনে ভিজিএফ ও ভিজিডির চালসহ মজুদ আছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এসময় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব ভিজিএফ ও ভিজিডির চালসহ তাকে আটক করে।
এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও এই র্যাবের কর্মকর্তা জানান।
Leave a Reply