।। স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, একই এলাকার শাহীন (৩৫) ও তার স্ত্রী আশাতুন (৩০)। এই দম্পতির সাদিয়া (৮) নামে একটি মেয়ে সন্তান রয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, রোববার সকালে বাড়ির একটু দূরে একটি পুকুর পাড়ের তেঁতুল গাছের সঙ্গে রশি ও ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই দম্পতির ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনোমালিন্য থেকে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তাারিত জানা যাবে ।
Leave a Reply